
প্রথমে ব্যাট করতে নেমে পল স্টার্লিং ও টিম টেক্টররে ব্যাটে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। সেই শুরুটা ধরে রেখে ফিফটি তুলে নেন হ্যারি টেক্টর। এতেই বাংলাদেশের বিপক্ষে শক্ত পুঁজি পেয়েছে আয়ারল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৮২ রান।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাটে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। তবে ২১ রান করে স্টার্লিং ফিরলে ভাঙে ৪০ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার টিম করেছেন ৩২ রান।
তিনে নেমে দারুণ ইনিংস খেলেছেন হ্যারি টেক্টর। ৪৫ বলে অপরাজিত ৬৯ রান করেছেন তিনি। এ ছাড়া লরকান টাকার করেছেন ১৪ বলে ১৮ রান। আর শেষ দিকে ১৭ বলে ২৪ করেছেন কুর্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল অপরাজিত থেকেছেন ৭ বলে ১২ রান করে।
এতেই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান করেছে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে তানজিম সাকিব ২টি ও রিশাদ-শরীফুল নেন ১টি করে উইকেট।