আপনারা অনেকেই ভাবেন, আমি দলেই থাকার মতো না: হৃদয়

তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আবারও ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। তবে ব্যতিক্রম ছিলেন কেবল তাওহিদ হৃদয়। পাঁচ নম্বরে নেমে ৫০ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি। এমন ইনিংস খেলেও দলকে জেতাতে না পারায় হতাশ হৃদয়।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন হৃদয়। তার আরও উপরে ব্যাট করার সুযোগ রয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে এরকম মনে হয় না (আরও উপরে খেললে ভালো হবে)। উপরে খেলার মতো এখন আসলে টিমে তো জায়গা নেই। আপনারাও হয়তো অনেকে ভাবেন, আমি টিমেই থাকার মতো না (হাসি)। আলহামদুলিল্লাহ যেখানে আছি, ভালো আছি। সবাই ভালো শেইপে আছি। এসব নিয়ে কোনো আফসোস নাই। এগুলো নিয়ে এত আফসোসের কিছু নেই। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই ভালো করার।’
ম্যাচে বড় জুটি গড়তে না পারার আফসোস করে হৃদয় বলেন, ‘যদি বড় জুটি হতো তাহলে খেলা অন্যরকম হতো। কারণ খেলাটা আসলে আমরা অত বেশি রানের ব্যবধানে হারিনি। একটা জুটি। যদি আমি আর জাকের আলী যখন ব্যাট করছিলাম, তখন ৭০-৮০ রানের জুটি হলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো।’
য়ের ক্রেডিট আয়ারল্যান্ডকে দিয়ে এই টাইগার ব্যাটার আরও বলেন, ‘অবশ্যই ওরা (আয়ারল্যান্ড) ভালো খেলেছে। আমরা ভালো খেলতে পারিনি। আমরাই নিজেদের এক্সিকিউশন ভালো করতে পারিনি। যখন আমরা খেলাটা ধরেছিলাম আমি আর জাকের আলী, আমাদের উচিত ছিল আরেকটু খেলাটা যতটুকু নিয়ে যাওয়া যায়। এটাই লাস্ট জুটি ছিল (বিশেষজ্ঞ ব্যাটারদের)।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *